
#আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে এক এক করে নিয়ামতের কথা স্বরণ করিয়ে দিবেন। এক পর্যায়ে আল্লাহ বান্দাকে বলবেনঃ
ألم أزوجك فلانة خطبها
الخطاب فمنعتهم وزوجتك؟
“আমি কি সেই মেয়ের সাথে তোমার বিয়ে দেইনি যাকে অসংখ্য পুরুষ প্রস্তাব দিয়েছিল কিন্ত আমি তাদেরকে বিয়ে করতে বারণ করেছি (অর্থাৎ তাদের মন পরিবর্তন করে দিয়েছি, আমি বিয়ে হতে দেইনি অবশেষে তোমার সাথে বিয়ে দিয়েছি) [ছহীহ ইবনে হিব্বান-7367, হাদীস জইফ।]
[2] কার সাথে কার বিয়ে হবে সেটা আকাশ যমীন সৃষ্টির 50 হাজার বছর পূর্বেই ফয়সালা হয়ে গিয়েছে। তাই কেউ কাউকে বছরের পর বছর সাধনা করে নাও পেতে পারে আবার কেউ সাধনা ছাড়াই তাকে পেয়ে যেতে পারে। এটাই তাকদীর।
[3] ভালো প্রস্তাব আসার পর বিয়ে না হলে চিন্তিত হওয়ার কিছু নেই। হয়তো আল্লাহ এতেই কল্যাণ রেখেছেন। আল্লাহর পরিকল্পনার উপর যাদের সু-ধারণা আছে তারা কখনো ডিপ্রেশনে ভুগে না।
[4] যে আপনার ঘরে এসেছে সে আল্লাহর নিয়ামত। কিয়ামতের দিন এ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে।
“অতএব, যাদের নিয়ামত আছে তাদের নিয়ামতকে অবমূল্যায়ন করা অনুচিত আর যাদের নেই তাদের দ্রুত নিয়ামত সংগ্রহ করা উচিত”
0 Comments